Bengal Awas Yojana
1) বাংলার আবাস যোজনার লক্ষ্য : সম্পূর্ণ সরকারি অনুদানে গৃহহীন ও কাঁচা গৃহ আছে এমন পরিবারের জন্য একটি পাকা ছাদ যুক্ত (২৫ বর্গমিটার ক্ষেত্রের) গৃহের নির্মান। এছাড়া গৃহে শৌচাগার ও ধোঁয়াহীন চুল্লি নির্মাণ করাও এই যোজনার লক্ষ্য| ২০১৬ হইতে ২০২২ সালের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ৪,৩২,32০ গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে 2) কারা এই সুবিধে পাবেন: পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত গৃহ নির্মাণ অপেক্ষমান তালিকার অন্তর্ভুক্ত পরিবারবর্গ| ৩) কোথায় অপানি অপেখ্যমান তালিকাটি দেখতে পাবেন : আপনি নিজ পঞ্চায়েত / ব্লক অফিসে এই অপেখ্যমান তালিকাটি দেখতে পাবেন| ৪) বাংলার আবাস যোজনার মোট সরকারি অনুদান : ১,২০,০০০ ১ম কিস্তি : ৬০০০০ টাকা ২য় কিস্তি : ৫০০০০ টাকা ৩য় কিস্তি : ১০০০০ টাকা এছাড়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের অধীনে মোট ৯০ দিনের কাজের জন্য ১৮,৩৬০/- (আঠেরো হাজার তিনশো ষাট) টাকা উপভোক্তা পাবেন ৫) যদি উপভোক্তার গৃহ নির্মাণের জন্য নিজস্ব জমি না থাকে তাহলে উপভোক্তা পাট্টা জমি পাওয়ার জন্য ব্লক অফিসে আবেদন করতে পারেন| ৬) উপভোক্তাকে শর্তাধীনে কম সুদে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ঋণও পাইয়ে দেওয়ার সুবিধেও এই যোজনার অন্তর্গত। ৭) বাড়িটি উপভোক্তা সম্পূর্ণ নিজের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী বানাতে পারেন। ৮) যদি উপভোক্তা শারীরিকভাবে অক্ষম /বয়স্ক হন তবে গৃহ নির্মাণের সকল প্রকার সহায়তা প্রাপ্তির জন্য ব্লক অফিসে আবেদন করতে পারেন।
২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অবধি বাংলার আবাস যোজনার অধীনে মুর্শিদাবাদে মোট ২,৫০,৬০৩ টি গৃহ নির্মাণের সরকারি আর্থিক অনুদান দেওয়া হয়েছে|
২০১৭-১৮ অর্থবর্ষে বাংলার আবাস যোজনা এর অধীনে মুর্শিদাবাদ সর্বাধিক গৃহ নির্মাণ করে দেশে ১ম স্থান অধিকার করে ও জাতীয় পুরস্কার অর্জন করেছে
২০১৯-২০ অর্থ বর্ষে লক্ষ্যমাত্রা: ১,২৪,০৪৯ টি পাকা ছাদ যুক্ত গৃহ নির্মাণ যার অর্থ অনুদান উপভোক্তাকে দেওয়া হয়েছে
২০২০-২১ অর্থবর্ষে মোট ১,১৫,৪৪৯ টি বাড়ির অনুমোদন দেওয়া হবে। উপভোক্তাদের নিবন্ধিকরণের কাজ প্রতিটি ব্লকে চলছে। সুবিধেটি পেতে নিজ পঞ্চায়েত/ব্লক অফিসে স্বত্তর যোগাযোগ করুন|
সুতরাং, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ অর্থবর্ষ অবধি মোট ৩,৬৬,০৫২ টি বাড়ি তৈরি করার কাজ সম্পন্ন হবে।
বিশদ বিবরণের জন্য IAY.NIC.IN ওয়েবসাইটে লগ অন করুন